প্রতিমা শুকোতে ভরসা আগুন - দুর্গাপ্রতিমা শুকোতে এখন আগুনই শেষ ভরসা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4567009-thumbnail-3x2-durga.jpg)
আগুনই শেষ ভরসা । মহালয়ার আর মাত্র কয়েকঘণ্টা বাকি ৷ তার আগে এই সুর শোনা যাচ্ছে জেলার মৃৎশিল্পীদের গলায় । ক্যামেরায় ধরা পড়েছে আগুন দিয়ে প্রতিমা শুকোনোর ছবি ও ভিডিয়ো । কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে ৷ সে কারণে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা খরচ করে আগুন দিয়ে মাটি শুকানোর কাজ শুরু করছেন শিল্পীরা ৷ দেখুন ভিডিয়ো...