"জয় শ্রীরাম"-র পালটা "খেলা হবে", বারাসতে স্লোগানের তরজা - tmc bjp clash at barasat
🎬 Watch Now: Feature Video
বিজেপির যুব মোর্চার নেতা-কর্মীদের বাইক মিছিল যাওয়ার সময় বিক্ষোভ দেখাল তৃণমূলের ছাত্র সংগঠনের কর্মীসমর্থকরা । "জয় শ্রীরাম" স্লোগানের পালটা "খেলা হবে" দিতেও দেখা যায় । এর ফলে বারাসত রথতলা সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় । তবে ঘটনাস্থানে পুলিশ মোতায়েন থাকায় অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ।