জুন মালিয়ার উদ্যোগে মেদিনীপুরে কমিউনিটি কিচেন - কমিউনিটি কিচেন চালু জুন মালিয়ার
🎬 Watch Now: Feature Video
করোনা পরিস্থিতিতে মানুষের পাশে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া । মেদিনীপুরে করোনা আক্রান্তদের জন্য চালু করলেন কমিউনিটি কিচেন এবং হেল্পলাইন নম্বর । আজ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে রোগীদের আত্মীদের খাবার বিলি করেন জুন । নিজের হাতে খাবার পরিবেশন করেন তিনি । এছাড়া হেল্পলাইনের নম্বরের মাধ্যমে বাড়িতে থাকা করোনা রোগীদের কাছে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিধায়ক ।