"কোনও বুথে যেন বিরোধী এজেন্ট না থাকে" - tmc
🎬 Watch Now: Feature Video
পঞ্চায়েত অফিসে কৃষকদের চেক বিলি করলেন ভোগালীর তৃণমূল পঞ্চায়েত প্রধান মোদাসসর হুসেন। আদর্শ নির্বাচনী আচরণ বিধির তোয়াক্কা না করে কৃষকদের চেকের বিনিময়ে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীকে ভোট দিতে বলেন মোদাসসর। ভোট না দিলে ভোটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়।