TMC Inner Clash : তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত দিনহাটার গিতালদহ, জখম 1 - TMC Inner Clash
🎬 Watch Now: Feature Video
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা থানার গিতালদহ গ্রাম (TMC inner clash in dinhata) । চলল গুলি । ঘটনায় আব্দুল হামিদ নামে এক তৃণমূল কর্মী গুরুতর জখম হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । গুলি লেগে একটি গবাদি পশুও জখম হয়েছে । খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । জানা গিয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে দিনহাটার গিতালদহ গ্রাম । এর আগে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এই গ্রামে । ক্ষমতা দখলকে কেন্দ্র করে এলাকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া এবং তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় বর্মনের অনুগামীদের মধ্যে বিরোধের জেরে এই গন্ডগোল বলে খবর ।