KMC Election 2021 Results : 16 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শুক্লা ভড় - তৃণমূল কংগ্রেস প্রার্থী শুক্লা ভড়
🎬 Watch Now: Feature Video
16 নং ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শুক্লা ভড় ৷ তাঁর জয়ে উচ্ছ্বসিত ঘাসফুলের কর্মী, সমর্থকেরা ৷ এই জয়ে তিনিও আনন্দিত ৷ সাংবাদিকদের তৃণমূল প্রার্থী জানালেন, সারাবছর মানুষের কাজ করেছেন, তাই জিতেছেন ৷ আবারও মানুষের কাজই করবেন ৷ বিরোধী প্রসঙ্গে তিনি বলেন, "বিরোধী বলে তো কেউ নেই ৷" (TMC candidate Shukla Bhor wins from 16 number ward in KMC Election 2021)