হাওড়ার পাঁচলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ - তৃণমূল-বিজেপি সংঘর্ষ হাওড়ার পাঁচলা
🎬 Watch Now: Feature Video
তৃণমূল-বিজেপি সংঘর্ষ হাওড়ার পাঁচলার ধুনকিতে ৷ চলল দু'পক্ষের ইট বৃষ্টি । ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী । চলতি সপ্তাহেই পাঁচলার ধামিসায় একটি জনসভা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । শনিবার কাছাকাছি জলাবিশ্বনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ধুনকিতে সভার আয়োজন করে তৃণমূল । বিজেপি সমর্থকদের অভিযোগ, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সভায় যোগ দেয়ার জন্য চাপ দিচ্ছিল তৃণমূল কর্মীরা । তাঁরা সভায় যেতে রাজি না হওয়ায়, এবং চাপ দেওয়ার প্রতিবাদ করায় শুরু হয় দু'পক্ষের বচসা ৷ পরে শুরু হয় ইটবৃষ্টি ৷ বিজেপির অভিযোগ, উপপ্রধানের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূলের কর্মীরা । ইটের আঘাতে আহত হয় 6 বিজেপি সমর্থক । মাথা ফাটে এক মহিলা-সহ 3 জনের । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
Last Updated : Jan 15, 2021, 11:04 PM IST