সঙ্গী মা, রাস্তায় নির্ভয়ে শার্দূল শাবক - শাবক
🎬 Watch Now: Feature Video
উত্তর প্রদেশের পিলিভিট টাইগার রিজার্ভ তার প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য বরাবরই চর্চিত । এখানে যারা ঘুরতে গেলে দেখা মেলে নানা বন্য জীবজন্তুর । ভাগ্য দেবী প্রসন্ন হলে দেখা মিলতে পারে বাঘেরও । সম্প্রতি একটি ভিডিয়ো ব্যাপক ভাবে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, রিজার্ভ ফরেস্টের রাস্তায় বাঘিনী তার শাবকদের নিয়ে রাস্তা পার হচ্ছে। বাঘিনী এবং তার শাবকদের দেখে পর্যটকদের মধ্যে অনেকেই গাড়ি থেকে নেমে ভিডিয়ো করতে শুরু করেন । কিছুক্ষণ রাস্তায় ঘোরাফেরা করার পর বাঘিনী তার শাবকদের নিয়ে জঙ্গলে ঢুকে যায় ।