Snow Fall In Rishop: মরশুমের প্রথম তুষারপাতে পর্যটকদের মন কাড়ল কালিম্পং - মরসুমের প্রথম তুষারপাত মন কাড়ল পর্যটকদের
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13979245-670-13979245-1640173393344.jpg)
একেই বলে আবহাওয়ার খামখেয়ালিপনা। তবে পর্যটকদের কাছে সেটা দারুণ খুশির খবর। বছরের প্রথম তুষারপাত হল কালিম্পংয়ে। বুধবার দুপুরে আচমকা কালিম্পং সদর থেকে 22 কিলোমিটার দূরে রিশপে (Snow Fall In Rishop) প্রথমে শিলাবৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পরেই শুরু হয় তুষারপাত। আর তুষারপাত শুরু হতেই দারুণ খুশির আমেজ কালিম্পংয়ে। প্রতি বছর মোটামুটি ডিসেম্বরের শেষে তুষারপাত হত। কিন্তু এই বছর বড়দিনের আগেই তুষারপাত হল। রিশপে সেই সময় পর্যটক ঠাসা। রিশপে তুষারপাত হলেও কালিম্পংয়ে রোদ ঝলমলে আবহাওয়া। এদিন কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ 17 ডিগ্রি সেলসিয়াস। বছরের প্রথম তুষারপাতে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে বলে আশাবাদী পর্যটনমহল।
Last Updated : Dec 22, 2021, 6:29 PM IST