বাড়ির তালা ভেঙে চুরি মহিশীলায় - অরবিন্দ নগর
🎬 Watch Now: Feature Video
আসানসোলের মহিশীলা অরবিন্দ নগরে আরতি সাহা ও তাঁর ছেলে নিকট আত্মীয়ের বিয়ে উপলক্ষে টাটা যান । সেই সুযোগে তালা ভেঙে চুরি হয় বাড়িতে । আজ সকালে প্রতিবেশীরা সেই ঘটনা দেখে, গৃহকর্ত্রী ও পুলিশকে খবর দেয় । কিছুদিন ধরে এলাকায় বহিরাগতদের আনাগোনা ও আড্ডা বেড়েছে বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দাদের ধারণা বহিরাগতরাই এই ঘটনা ঘটিয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় টহলদারি ভ্যান বাড়ানোর আশ্বাস দিয়েছে ।