আগুনের উৎসস্থল স্ট্র্যান্ড রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক , দাবি দমকল বাহিনীর - pumjub national bank
🎬 Watch Now: Feature Video
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে স্ট্র্যান্ড রোডের বহুতলে আগুন লাগার ঘটনা ৷ এবার ঘটনার উৎসস্থল হিসাবে চিহ্নিত করা হল নিউ কয়লাঘাটা সিটের কিছুদূরে স্ট্র্যান্ড রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ এদিন সকাল বেলা বহুতলটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন এলাকার বাসিন্দারা ৷ সঙ্গে সঙ্গে তারা খবর দেন দমকল এবং পুলিশে ৷ ঘটনাস্থানে প্রথমে আসে দমকলের 6 টি ইঞ্জিন ৷ পরে আসে দমকলের আরও 4 টি ইঞ্জিন ৷ মোট 10 টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । ক্ষয়ক্ষতি সেইভাবে হয়নি বলে জানিয়েছেন দমকল কর্মীরা । আগুন নিয়ন্ত্রণে আসার পরে দমকল কর্মীরা সেখানে কুলিং প্রসেস শুরু করেন ।