11 মাস পর স্কুল খোলার প্রথম দিনই বিপত্তি বনধ - পিঠে ব্যাগ নিয়ে স্কুল মুখী ছাত্র-ছাত্রীরা
🎬 Watch Now: Feature Video
দীর্য 11 মাসের প্রতীক্ষার অবসান ৷ পিঠে ব্যাগ নিয়ে স্কুল মুখী ছাত্র-ছাত্রীরা ৷ মন দিয়ে চলছে পড়াশোনা ৷ চলছে বন্ধুদের সঙ্গে খুনসুটিও ৷ তবে দীর্যদিন পর স্কুল খোলার দিনেই বিপত্তি ৷ বাম ছাত্র-যুবর ডাকে আজ বাংলা বনধ ৷ ফলে কোথাও স্কুল খুলতে বাধা দেওয়া হল, তো কোথাও ছাত্রদের বাড়ি ফিরিয়ে দেওয়া হল ৷ তবে তার মধ্যেই খুলল কয়েকটি স্কুল ৷ চলল পঠন পাঠন ৷ আর এতদিন ঘরের চার দেওয়ালের বন্দিদশা ছেড়ে বিদ্যার পীঠস্থানে পড়ুয়ারা আসতে পেরে খুশি পড়ুয়ারাও ৷