NRC ও NPR নিয়ে কেন্দ্র-রাজ্য সরকারের সমালোচনায় BNRP - ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি
🎬 Watch Now: Feature Video
NRC ও NPR নিয়ে সারা দেশে বিতর্ক চলছে । এরই মধ্যে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি(BNRP)-র প্রতিষ্ঠাতা মেহমুদ সাকির শুক্রবার সাংবাদিক বৈঠকে NRC ও NPR নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের সমালোচনা করেন । তিনি বলেন," উন্নত রাষ্ট্রে NRC ও NPR হয় । কেন্দ্রীয় সরকারকে জানতে হবে রাষ্ট্রে কতজন নাগরিক আছে । কিন্তু যে বিরোধের জায়গা তৈরি হয়েছে তা হলো, BJP সরকার RSS-এর মতাদর্শে যে ভাবে NRC ও NPR করতে চাইছে তা দেশটাকে হিন্দু রাষ্ট্র বানাবার চক্রান্ত মাত্র । রাজ্য সরকার বলছে যে আমরা NPR করব না । এটাও হয় না ।" তাঁর মতে, পশ্চিমবঙ্গে বা যে রাজ্য NPR করতে চাইছে না তাঁদের নাগরিকরা অসুবিধায় পড়বেন ।