বৈধ ঘাট থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ খোদ মন্ত্রীর - গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি
🎬 Watch Now: Feature Video
অবৈধভাবে চলছে বালির কারবার । এই অভিযোগ তুলে বারবার সরব হচ্ছিলেন বিরোধী দলগুলির নেতা-কর্মীরা । এবার খোদ অবৈধ বালির কারবার নিয়ে অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি । তিনি বলেন, "একটি বালির ঘাট থেকে এক গাড়ি বালি তোলার জন্য স্লিপ কাটা হচ্ছে অথচ তা দিয়ে তিন-চারটি গাড়িতে বালি তুলে নেওয়া হচ্ছে। শুধু তাই নয় নির্দিষ্ট ঘাটের জন্য স্লিপ কাটা হলেও অন্য ঘাট থেকে বালি তুলে নেওয়া হচ্ছে ।"