কল্যাণীতে কোভিড হাসপাতালের সামনে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ - অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
একাধিক দাবি নিয়ে নদিয়ার কল্যাণী এনএসএস কোভিড হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা ৷ তাঁদের অভিযোগ, করোনায় মৃতদের দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে ৷ এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনও সুরাহা হয়নি । তাঁদের ওই অবস্থাতেই কাজ করার জন্য বাধ্য করছে কর্তৃপক্ষ । তাঁদের দাবি, অবিলম্বে ওই মৃতদেহগুলি সৎকারের ব্যবস্থা করতে হবে । এর পাশাপাশি তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করছেন তাতে তাঁদের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন । করোনা পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষকে ।