চালে জাতীয় পতাকা - ছোট্ট চালে খোদাই করে জাতীয় পতাকা
🎬 Watch Now: Feature Video
দুই আঙুলে ধরা ছোট্ট একটা চাল । তিনটি রঙের সমাহারে সেই চালে জাতীয় পতাকা আঁকা চলছে । কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সংহতি জানাতেই চালে খোদাই করে সাধারণতন্ত্র দিবসে দেশের জাতীয় পতাকা এঁকেছে আসানসোলের অভিষেক মোদক । কৃষক আন্দোলনকে সমর্থন করে পতাকা আঁকার জন্য 0.6 সেন্টিমিটার লম্বা ও 0.2 সেন্টিমিটার চওড়া একটি চাল বেছে নিয়েছে একাদশ শ্রেণির এই ছাত্র ।