"শুভেন্দু অধিকারী ছিল, আছে, থাকবে ; অন্যরা দেখবে আর কাঁদবে" - শুভেন্দুর বিজয়া সম্মেলনী
🎬 Watch Now: Feature Video
"শুভেন্দু অধিকারী ছিল আছে থাকবে, চরৈবতি মন্ত্রে আমরা এগোব, অন্যরা দেখবে আর কাঁদবে" ঘাটালে বিজয়া সম্মেলনীতে যোগ দিয়ে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর । তাৎপর্যপূর্ণভাবে আজকের সভায় দলনেত্রীর নেতৃত্বে সংগ্রামের কথা শোনালেও নেত্রীর নাম একবারের জন্যও উচ্চারণ করলেন না একদা মমতা-ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা ।