কয়লা পাচারের টাকা একজনের ভাইপো ও আর একজনের ছেলের কাছে যায় : সূর্যকান্ত মিশ্র - Surjya Kanta Mishra
🎬 Watch Now: Feature Video
"এটা সবাই জানে যে কয়লা পাচারের সঙ্গে কারা যুক্ত ৷ এবং এই টাকা কোথায় যায় ৷ ওখানে একজনের ছেলের কাছে যায়, আর এখানে একজনের ভাইপোর কাছে যায় ৷ কয়লাখনি থেকে সীমান্তে গোরু চুরি, কয়লা পাচারের টাকা মাসে মাসে ঠিক জায়গায় পৌঁছে যায় ৷ এখন তৃণমূল BJP-কে বলছে আর BJP তৃণমূলকে বলছে ৷ কিন্তু এই দুই পক্ষই এর ভাগ পায় ৷ বামপন্থীরাই কেবলমাত্র এর বিরুদ্ধে লড়াই করছে ৷" রানিগঞ্জের গির্জা পাড়া মোড়ে দলীয় কার্যালয়ের উদ্বোধনে এসে এভাষাতেই কয়লা পাচার কাণ্ডে তৃণমূল-BJP-কে একহাত নিলেন CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্র ৷