Sujan Chakraborty on School Reopen : স্কুল-কলেজ খোলার দাবিতে ফের সরব সুজন চক্রবর্তী - Sujan Chakraborty criticise state govt on education issue
🎬 Watch Now: Feature Video
"মেলা-খেলা চালু রাখার মত স্কুল কলেজ খোলার ব্যাপারে উদ্যোগী হোক রাজ্য সরকার ৷" বুধবার এই দাবিতে সরব হলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty criticise State Govt) । তাঁর মতে, ট্যাব দিয়ে কাজ শেষ করলেই হবে না । ডেটাপ্যাকের মাত্রা ছাড়া দাম বৃদ্ধিতে শিক্ষার্থীদের সমস্যার হাল খুঁজে বের করতে হবে সরকারকে ।