আচমকা কাঁচ ভাঙল চলন্ত বাসের, যাত্রীদের মধ্যে চাঞ্চল্য - lalbari area
🎬 Watch Now: Feature Video
চলন্ত বাসের জানালা আচমকাই ভেঙে গেল ৷ কীভাবে ভাঙল যাত্রীরা বুঝে উঠতে পারলেন না । এই নিয়ে শুরু হল জল্পনা। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনাটি ঘটে বালি থানার অন্তর্গত লালবাড়ির কাছে। সকাল সাড়ে আটটা নাগাদ রাজচন্দ্রপুর থেকে যাত্রী নিয়ে সল্টলেক যাচ্ছিল এস 23 রুটের সিইএসটিসি বাস। দুনম্বর জাতীয় সড়কের লালবাড়ি এলাকায় ৷ হঠাৎ বাসের জানলার কাঁচ কিছুর আঘাতে ফুটো হয়ে যায়। বাস থামিয়ে দেন চালক। কিন্তু কেউই বুঝে উঠতে পারেননি কিভাবে ঘটনাটি ঘটল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। তদন্ত শুরু হয়। তবে বাসের জানালার কাঁচে গুলি চালানো হয়েছে নাকি পাথর ছোড়া হয়েছে তা নিয়ে ধন্দে পুলিশ। খবর দেওয়া হয়েছে ফরেনসিক টিমকে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।