পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও কৃষি আইন বাতিলের দাবিতে পথে এসইউসিআই - পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
🎬 Watch Now: Feature Video
লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় বাম সংগঠন এসইউসিআই । বুধবার জয়নগরের জীবনতলা বাজারে এসইউসিআই সহ অল ইন্ডিয়া কেকেএমএস-এর পক্ষ থেকে জামতলা বাজারে বিক্ষোভ মিছিলের পাশাপাশি এডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয় । বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে কালা কৃষি আইন বাতিল এবং পেট্রোপণ্যের দাম কমাতে হবে । কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে মিছিলে স্লোগান দেওয়া হয় । পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের । অবিলম্বে পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম না কমলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা ।