Students protest in Bolpur : টেস্ট পরীক্ষা পেছনোর দাবিতে বিক্ষোভ বোলপুরের স্কুলে - girls agitates for their early exam timing
🎬 Watch Now: Feature Video
সদ্য স্কুল খুলেছে, শেষ হয়নি সিলেবাস ৷ এরই মাঝে ঘোষিত হয়ে গেল টেস্ট পরীক্ষার দিনক্ষণ ৷ আর সেই কারণেই পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়ার দাবিতে বুধবার বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে বিক্ষোভ দেখায় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা (students demand to reschedule test examination) ৷ যদিও, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ভাস্বতী লাহা নাগ বলেন, "ছাত্রীদের দাবি মতো তো প্রশ্নপত্র দিয়ে দেওয়া যায় না ৷ আমরা ওদের বোঝচ্ছি ৷ ওদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব আমরা ৷"