একাদশে ভরতির দাবিতে ছাত্রীদের বিক্ষোভ কোচবিহারে - কোচবিহারে ছাত্রী বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
একাদশ শ্রেণিতে ভরতির দাবিতে অবস্থান-বিক্ষোভ কোচবিহারের সুনিতি অ্যাকাডেমির ছাত্রীদের । সোমবার তারা স্কুলের প্রধান শিক্ষিকার ঘরের সামনে অবস্থানে বসে । তাদের অভিযোগ, তারা তৃতীয় শ্রেণি থেকে এই স্কুলে পড়াশোনা করছে । কিন্তু মাধ্যমিক পাস করার পর তাদের এখানে ভরতি নেওয়া হচ্ছে না । বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকাও তাদের সঙ্গে সঠিকভাবে কথা বলছেন না বলে অভিয়োগ । তাই তারা বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভে বসেছে ।