এবার রাজ্যের দায়িত্ব কত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক করতে পারে: দিলীপ ঘোষ - Mamata Banerjee
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7300829-thumbnail-3x2-wb-dilip.jpg)
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ৷ রাজ্যের পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নিয়ে আকাশপথে দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন ৷ সঙ্গে চারজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন ৷ রাজ্য থেকে বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরি রয়েছেন ৷ ওড়িশা থেকেও দুইজন মন্ত্রী এসেছেন ৷ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীও রয়েছেন সঙ্গে ৷’’ তিনি আরও বলেন, ‘‘পশ্চিমবঙ্গ পরপর দুটি ধাক্কা পেয়েছে ৷ মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী এসেছেন ৷ কেন্দ্র এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন ৷ সাহায্য -সহযোগিতার কোনও অভাব হবে না ৷ এবার রাজ্য সরকারের দায়িত্ব কত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক করে সাধারণ মানুষের কষ্ট দূর করতে পারে ৷’’