সাধন-কন্যার পোস্টার ঘিরে বসিরহাটে জল্পনা - মন্ত্রী কন্যার পোস্টার
🎬 Watch Now: Feature Video
তৃণমূল নেতা ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে ও অভিনেত্রী শ্রেয়া পাণ্ডের নামে পোস্টার। আর তা নিয়ে রাজনৈতিক জল্পনা। উত্তর 24 পরগনার বসিরহাটে ইছামতী ব্রিজের ঘোজাডাঙা সীমান্ত ৷ অন্যদিকে টাকি ও ইটিন্ডা শরৎ বিশ্বাস রোডে একাধিক জায়গায় রাতারাতি সাধন-কন্যা শ্রেয়ার পোস্টারে ছেয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দেখা গেল, বসিরহাট পৌরসভা চত্বর, ইছামতী ব্রিজ, সীমান্ত রোডের বিভিন্ন ল্যাম্পপোস্টে অভিনেত্রী ও সমাজসেবী শ্রেয়ার নামে বড় বড় পোস্টার ঝোলানো রয়েছে। আর তা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তবে কি বসিরহাট দক্ষিণ কেন্দ্রে তিনি প্রার্থী হতে চলেছেন ? যদিও তৃণমূলের কেউ বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তাঁর নামে পোস্টার লাগানোর বিষয়ে শ্রেয়া বলেন, 'আমি এসে দেখলাম, আমার হোয়াটসঅ্যাপ ডিপি থেকে ছবি নিয়ে কেউ শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে। আপনারা নির্বাচনের আগে বিষয়টা একটু বেশি করে দেখছেন।'