দুর্গাপুর ইসকনে করোনা বিধি মেনে জগন্নাথ দেবের স্নানযাত্রা - স্নানযাত্রা
🎬 Watch Now: Feature Video
12 জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা ৷ তার আগে আগে আজ অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা ৷ তবে করোনা পরিস্থিতিতে এবারেও রথযাত্রা এবং স্নানযাত্রায় কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ তাই এ বছরেও জগন্নাথ দেবের স্নানযাত্রায় তেমন কোনও আড়ম্বর ছিল না দুর্গাপুরের ইসকন মন্দিরে । ভক্তদেরকে না আসার জন্য অনুরোধ করা হয়েছিল ৷ তা সত্ত্বেও কয়েকশো ভক্ত সকাল থেকেই উপস্থিত হন দুর্গাপুরের ইসকন মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রায় ৷ তবে তাঁদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ নাম সংকীর্তন সহ প্রসাদ বিতরণ আয়োজন করা হয়েছিল ইসকন মন্দিরের পক্ষ থেকে । সেই সঙ্গে দুর্গাপুর ইসকন মন্দিরের প্রধান সেবায়েত ঔদার্য দাস প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম্যের কথাও শুনিয়েছেন ।