Silver Seized in Murshidabad: সাইকেলের টায়ারে রুপো পাচারের চেষ্টা, ধরল বিএসএফ - silver seized by bsf India Bangladesh border in Mursপidabad
🎬 Watch Now: Feature Video
সাইকেলের টায়ারে করে অভিনব কায়দায় রুপো পাচার করতে গিয়ে বিএসএফের নজরে পাচারকারীরা (Silver Seized in Murshidabad)। বাংলাদেশ পাচারের আগে রুপোগুলিকে বাজেয়াপ্ত করা হয় ৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় 3 লাখ 72 হাজার 200 টাকা বলে এক বিবৃতিতে দাবি করা হয় বিএসএফের তরফে। যদিও,পাচারকারীরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চরভদ্র বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায়। বাজেয়াপ্ত রুপো জলঙ্গি থানার পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷