কাঁসর, ঘণ্টায় শিলিগুড়ি ধন্যবাদ জানাল জরুরি পরিষেবায় যুক্তদের - কাঁসর, ঘন্টায় শিলিগুড়ি
🎬 Watch Now: Feature Video
কাঁসর, ঢোল, ঘণ্টা; যার হাতের কাছে যা ছিল তাই বাজালেন তিনি। কোরোনা সতর্কতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে সকাল থেকে চলা জনতা কারফিউর মাঝে বিকেল পাঁচটায় শিলিগুড়ি শহরে বেজে উঠল বাজনা। গোটা দেশের মতো শিলিগুড়ির মানুষও কাঁসর, ঘন্টা, উলুধ্বনিতে ধন্যবাদ জানালেন জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের।