ফিল্ডে যখন খেলা হবে তখন দেখা যাবে কে কাকে গোল দিতে পারে, শুভেন্দুর পদত্যাগ প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ - সিদ্দিকুল্লাহ চৌধুরি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9694394-433-9694394-1606559178414.jpg)
ফিল্ডে যখন খেলা হবে তখন দেখা যাবে কে কাকে গোল দিতে পারে। শুভেন্দু অধিকারীর পদত্যাগ প্রসঙ্গে এই মন্তব্য করলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি। নবগ্রামে একটি গ্রন্থাগারের উদ্বোধন করতে মুর্শিদাবাদ এসেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরি। শুভেন্দুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যে পদত্যাগ করেছে তাঁকে জিজ্ঞেস করুন কেন করেছে? তবে আমার মনে হয় 35-36 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে তৃণমূল এসেছে। এত তাড়াতাড়ি বাংলার মানুষ পরিবর্তন চায় না । দলের মানুষ দলে থাকুন এটাই চাইব।"