দেবশ্রীকে আক্রমণ শোভন-বৈশাখির - তৃণমূলকে নির্বাচনে হারানোর প্রতিজ্ঞা শোভন ও বৈশাখির
🎬 Watch Now: Feature Video
"আমরা যেদিন ভারতীয় জনতা পার্টির সদর দপ্তরে যাই সেদিন গুটি গুটি পায়ে উপস্থিত হয়েছিলেন রায়দিঘির বিধায়ক । সেদিন আমি বলেছিলাম, রায়দিঘির বহু মানুষের কাছ থেকে টোটো দেওয়ার নাম করে লাখ লাখ টাকা তোলার অভিযোগ রয়েছে। তিনি যোগ দিলে আমাদের ক্ষমা করবেন। তাঁকে নেওয়া হয়নি। অভিনয় ও জনসেবা একনয় । আমি তখন তৃণমূলের জেলার সভাপতি ছিলাম । আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এর দায়ও মুখ্যমন্ত্রীর। দেবশ্রীকে আজও বহিষ্কার করেনি তৃণমূল। তাকে বহিষ্কার না করলেও রায়দিঘির মানুষ তাঁকে বহিষ্কার করার জন্য তৈরি ।" আজ এভাবেই তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়কে আক্রমণ করেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ৷ এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে বৈশাখি বন্দ্যোপাধ্যায় বলেন, "উন্নয়ন নাকি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, এখানে এত অনুন্নয়ন কী করে । 10 বছরের জন্য যাঁকে নির্বাচিত করেছিলেন তাঁকে সিনেমার পর্দায় দেখা যায়, আর নিজের এলাকায় দেখা যায় না। আমফানের মতন প্রাকৃতিক বিপর্যয় এই এলাকার অনেক ক্ষতি করেছে সেই সময় আমি দেখেছি, বামফ্রন্টের বহু নেতা এলাকায় কাজ করছে আর আপনাদের এলাকার বিধায়ক দেশপ্রিয় পার্কে বসে গান করছে।"