দিদিমণি আপনার লজ্জা হওয়া উচিত : অর্জুন - arjun singh
🎬 Watch Now: Feature Video
"শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল হল বিজেপি।" রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে ভারতীয় জনতা পার্টির যোগদান মেলা অনুষ্ঠানে এসে এমনই দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, "সরকারি অনুষ্ঠানের মঞ্চে রাজনীতির কথা কেউ কোনওদিন বলতে পারে না৷ নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন কোনও কথা বলেননি যা থেকে মনে হয় উনি কোনও দলীয় অনুষ্ঠানে এসেছিলেন৷ দিদিমণি আপনার লজ্জা হওয়া উচিত৷" তিনি এও বলেন, "যার মান আছে তাকেই অপমান করা যায়৷ দিদিমণি আপনার তো কোনও মানই নেই৷"