Shantipur By Election: শান্তিপুর উপনির্বাচনের ইভিএম পরীক্ষা, কড়া নিরাপত্তায় ভোটকেন্দ্রে কর্মীরা - শান্তিপুর উপনির্বাচন
🎬 Watch Now: Feature Video
আগামিকাল শান্তিপুর সহ মোট চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ তার আগে উপনির্বাচনে ব্য়বহার হওয়া ইভিএম পরীক্ষার কাজ শুরু হয়েছে ডিসিআরসি-তে ৷ শান্তিপুরের উপনির্বাচনের ডিসিআরসি থেকে পোলিং এজেন্টরা ইভিএম নিয়ে নির্ধারিত কেন্দ্রে পৌঁছাচ্ছেন ৷ রানাঘাট কলেজের ডিসিআরসি-তে সব ইভিএম পরীক্ষা করা হয় ৷ সশস্ত্র নিরাপত্তা বাহিনীর নজরদারিতে পুরো প্রক্রিয়া চলছে ৷ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ইভিএমগুলি নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে যাবে ৷