50 বছর পূর্তি উপলক্ষ্যে বারাসতে SFI-র পদযাত্রা - SFI-র 50 বছর পূর্তি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10059963-thumbnail-3x2-wb-pic.jpg)
50 বছর পূর্তি উপলক্ষ্যে বারাসতে পদযাত্রার আয়োজন করল SFI-র । নেতৃত্বে ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য ও প্রাক্তন ছাত্র নেতা নেপালদেব ভট্টাচার্য । তিনি বলেন, "আজ মার খাচ্ছে । কাল তার প্রতিরোধ করবেই । দিন দিন তো আর মার খাবে না । যেমন আন্দোলন হবে তেমন প্রতিরোধ বাড়বে ।"