Purulia in Covid Scare : স্বাস্থ্যকর্তার মৃত্যুর পর সতর্ক পুরুলিয়া - ওমিক্রন আতঙ্কে আজ থেকে ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়েছে রাজ্যে
🎬 Watch Now: Feature Video
ওমিক্রন আতঙ্কে আজ থেকে ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়েছে রাজ্যে ৷ প্রথম দিনে পুরুলিয়া শহরের ছবিটা অন্য দিনের মতোই । সকাল থেকেই ভিড়ে ঠাসা শহরের রাস্তাঘাট । তবে বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহার করছেন । গতকাল উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মৃত্যুর পর জেলার মানুষ যে কিছুটা সতর্ক হয়েছেন, তা বলাই যায় ৷
TAGGED:
Purulia in Covid Scare