সৌগত রায় কোনওদিন তৃণমূল ছেড়ে BJP-তে যাবেন না , দাবি ফিরহাদের - সৌগত রায় নিয়ে মন্তব্য ফিরহাদ হাকিমের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 27, 2020, 6:53 PM IST

শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব সভা থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গে সরগরম রাজ্য-রাজনীতি । আগামী দিনে শুভেন্দু অধিকারী কোন পথে পা বাড়াবেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা । রাজ্য BJP-র সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এদিন মন্তব্য করেন, শুভেন্দু অধিকারীকে যথেষ্ট সম্মান দেওয়া হয়নি । তাই উনি এই পদক্ষেপ করেছেন । তেমনই সৌগত রায়কেও তৃণমূলে সঠিক মর্যাদা দেওয়া হয়নি । তাই আগামী দিনে তিনিও দল ছেড়ে বেরিয়ে যাবেন । জয়প্রকাশ মজুমদারের এই মন্তব্যের পালটা জবাবে রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন , " সৌগত রায় কোনওদিন BJP-তে যোগদান করবেন না । সৌগত রায় আমার রাজনৈতিক শিক্ষা গুরু। সৌগত রায় নিজে গান্ধিবাদে বিশ্বাস করেন । আমরা গান্ধিবাদ শিখেছি সৌগত রায়ের কাছ থেকে । যাঁরা গান্ধিজিকে হত্যা করেছে , সেই হত্যাকারীদের দলে কখনও নাম লেখাতে পারেন না সৌগত রায় । সৌগত রায় যতদিন বেঁচে থাকবেন , ততদিন তিনি কখনও BJP-তে যাবেন না । "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.