গোরু পাচার কান্ডে সতীশ কুমারের 10 দিন জেল হেপাজত - গোরু পাচার কান্ড
🎬 Watch Now: Feature Video
গোরু পাচার কান্ডে বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে 10 দিনের জেল হেপাজতের নির্দেশ দিল আসানসোল সিবিআই কোর্ট। আজ দীর্ঘক্ষণ শুনানির পর সন্ধ্যায় রায় দেয় এই কোর্ট। তদন্তকে যাতে কোনওভাবে প্রভাবিত না করতে পারে সতীশ কুমার এবং প্রমাণ লোপাট যাতে না করতে পারে সেই কারণেই জেলা হেপাজতের নির্দেশ দিয়েছে কোর্ট। তবে সতীশ কুমারের আইনজীবির বক্তব্য 14 দিন হেপাজতে নিয়ে তদন্তে এমন কিছুই অগ্রগতি করতে পারেনি সিবিআই ।14 দিন সিবিআই হেফাজতের পর আজ বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে আসানসোল সিবিআই কোর্টে তোলা হয়। দীর্ঘক্ষণ ধরে শুনানি হয় তাঁর। সিবিআই পক্ষের আইনজীবি রাকেশ সিংহ কোর্টকে জানান, হেফাজতে নেওয়ার পর বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সতীশ কুমারের ছেলেকেও জেরা করা হয়েছে। এদিন শুনানীতে উঠে আসে সতীশ কুমারের দুটি বিয়ের প্রসঙ্গ। যদিও এই তদন্তে তাঁর ব্যক্তিগত জীবনের এই দিকগুলি কিভাবে আসতে পারে তা খোলসা করেনি সিবিআই। পাশপশি এই কান্ডে আরও বেশ কিছু বিএসএফ আধিকারিকদের নোটিশ পাঠানো হয়েছে বলে সিবিআই আইনজীবি কোর্টকে জানিয়েছেন।