চলন্ত ট্রেনের তলায় তলিয়ে যাওয়া থেকে বৃদ্ধের প্রাণ বাঁচাল আরপিএফ - মাসুর বফুর আহমেদ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10447891-thumbnail-3x2-mh.jpg)
আর একটু দেরী হলেই চলন্ত ট্রেনের তলায় তলিয়ে যেত বৃদ্ধ । আরপিএফ জওয়ানের তৎপরতায় খুব জোর প্রাণে বাঁচল মাসুর বফুর আহমেদ নামে ওই বৃদ্ধ । বয়স তাঁর 79 বছর বয়স । শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ মহারাষ্ট্রের কল্যাণ স্টেশনের ঘটনা । রোমহর্ষক এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ।