দ্রুত সুস্থ হয়ে উঠুক পল্টুদা, প্রার্থনা মিরাটিবাসীর - মিরাটির খবর
🎬 Watch Now: Feature Video
চিন্তায় ঘুম উড়েছে কীর্ণাহারের মিরাটি গ্রামের বাসিন্দাদের । মুখার্জি ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদেরও মন খারাপ । গ্রামের অদূরেই জটেশ্বর শিব মন্দিরে চলছে মহাযজ্ঞ । কামনা একটাই । দ্রুত সুস্থ হয়ে উঠুক পল্টুদা । এই গ্রামের বাড়িটা বড্ড কাছের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের । রাষ্ট্রপতি থাকাকালীনও দুর্গাপুজোয় এখানে এসেছিলেন । নিজে হাতে পুজো করেছিলেন । কিন্তু এখন ভালো নেই তিনি । 10 অগাস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি । তাঁর আরোগ্য কামনা করছে গোটা মিরাটি গ্রাম ।