Left and Congress on KMC Election 2021 Results : মানুষ ভোট দিতে পারলে তৃণমূলের কপালে দুঃখ ছিল, প্রতিক্রিয়া বাম-কংগ্রেসের - Left and Congress attack TMC on KMC Election results

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 21, 2021, 6:59 PM IST

কলকাতা পৌরভোটে বিপুল জয় পেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ 144টি আসনের মধ্যে তাদের দখলে গিয়েছে 134টি আসন ৷ বাম ও কংগ্রেসের ঝুলিতে গিয়েছে 2টি করে আসন ৷ পৌরভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আগেই এনেছিল বিরোধী শিবির ৷ মঙ্গলবার ফল প্রকাশের পর ফের একবার তৃণমূলকে একসুরে আক্রমণ করল বাম-কংগ্রেস (Left and Congress attack TMC on KMC Election results) ৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তী এদিন বলেন, "পুলিশ-প্রশাসন, কমিশন, গুন্ডা বাহিনী সবাইকে নিয়েও 100 তে 100 পেল না তৃণমূল ৷ ভোটের নামে প্রহসন হয়েছে ৷ মানুষ ভোট দিতে পারলে তৃণমূলের কপালে দুঃখ ছিল ৷ বিজেপির বেলুন ফুটো হয়ে গিয়েছে ৷" প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর দাবি, "মুখ্যমন্ত্রী বলেছিলেন ভোটে সন্ত্রাস হবে না ৷ সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি ৷ ক্ষমতার দম্ভে মুখ্যমন্ত্রী মা-মাটি-মানুষের চরিত্র ভুলে গিয়েছেন ৷ শান্তিতে ভোট হলে কংগ্রেস 10-12টি আসন পেত ৷"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.