"তাঁকে সম্বর্ধনা দেওয়া হল না", অভিজিতের মৃত্যুতে আক্ষেপ কর্মীদের - শিলিগুড়ি
🎬 Watch Now: Feature Video
কথা ছিল দ্বিতীয়বার জেলা সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ বিকেলে শিলিগুড়িতে জেলা কার্যালয়ে দলীয় কর্মীদের থেকে সম্বর্ধনা নেওয়ার কথা ছিল দ্বিতীয়বার BJP-র জেলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন অভিজিৎ রায় চৌধুরি । আজ বিকেলে শিলিগুড়িতে দলের জেলা কার্যালয়ে কর্মীদের কাছ থেকে সম্বর্ধনা নেওয়ার কথা ছিল BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতির ৷ সেই মতো চলছিল সমস্ত প্রস্তুতিও ৷ কিন্তু, একটা দুর্ঘটনায় বদলে গেল সব কিছু ৷ আজ ভোরে বহরমপুরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অভিজিতের ৷ সকাল থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন BJP-র কর্মী সমর্থকরা ৷ দলের জেলা সম্পাদক প্রসেনজিৎ পাল বলেন, "আমরা ভেবেছিলাম, অভিজিৎকে ফুল দিয়ে বরণ করব ৷ কিন্তু, সবই পালটে গেল ৷ তাঁকে এইভাবে বরণ করতে হবে আমরা কখনও ভাবিনি ৷"