থানা গুঁড়িয়ে দেব, দুর্গাপুরে পুলিশকে হুঁশিয়ারি রাজু বন্দোপাধ্যায়ের - থানাগুলিকে গুড়িয়ে দেব
🎬 Watch Now: Feature Video
রাজ্যজুড়ে BJP কর্মীদের খুন করা হচ্ছে, এমন অভিযোগ তুলে সোমবার BJP-র পক্ষ থেকে রাজ্যের সমস্ত থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয় । দুর্গাপুরে থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন BJP-র রাজ্য নেতা রাজু বন্দোপধ্যায় । উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের BJP-র সভাপতি লক্ষণ ঘোড়ুই-সহ অন্যান্য নেতৃত্ব । সোমবার মিছিল করে দুর্গাপুর থানায় আসে BJP নেতা ও কর্মীরা । কর্মসূচিতে নিজের বক্তব্যে পুলিশকে হুঁশিয়ারি দেন রাজু বন্দোপধ্যায় ৷ বলেন, ভবিষ্যত আন্দোলনে থানা গুড়িয়ে দেব ৷ পরে সাংবাদিকদের বলেন, "যে সব থানার পুলিশ TMC-র হয়ে কাজ করছে সেই থানাগুলির দরকার কী ! তাই ওইগুলোকে গুঁড়িয়ে দিয়ে TMC-র পার্টি অফিসে থানা করে দেব । " মমতা বন্দোপধ্যায়কে উদ্দেশে তোপ দেগে বলেন, "রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের যোগ্য ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 1972-77 সালে এরাজ্যে যেমন অরাজকতা চলেছিল আজও তাই চলছে ।" এরাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষেও সওয়াল করেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷