বাড়িতে অস্ত্র মজুত রাখুন, কর্মীদের বললেন রাজু বন্দ্যোপাধ্যায় - Raju Bandyopadhyay said for stockpiling weapons on the basis of the Barabani incident
🎬 Watch Now: Feature Video
বারাবনির ঘটনার প্রেক্ষিতে বাড়িতে অস্ত্র মজুতের কথা বললেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল আসানসোলের বারাবনিতে বিজেপির মিছিলে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে ৷ বোমাবাজি ও গুলিচালানোর অভিযোগও তোলা হয় শাসকদলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে । ঘটনায় বিজেপির এক কর্মী গুলিবিদ্ধ হয়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । আহত আরও বেশ কয়েকজন । গতকালের এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্গাপুরে বাইক রেলিতে অংশ নিতে এসে বিজেপির রাজ্য কমিটির সহ-সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, বাড়িতে বাড়িতে অস্ত্র মজুদ রাখুন । এবার প্রতিরোধ হবে । জিতেন্দ্র তিওয়ারিকে সুপারি কিলার বলে কটাক্ষ করেন এই বিজেপি নেতা ৷ তিনি আরও বলেন, " জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বেই বহিরাগত গুন্ডা মাফিয়ারা এখানে ঢুকেছেন । আসানসোল ও দুর্গাপুর পৌরসভার ভোট পরিচালনা করেছে এই গুন্ডা,মাফিয়ারা । "