গামছা, পাখা ও মঙ্গলঘটে সেজেছে আহিরীটোলা যুবকবৃন্দের মণ্ডপ - Pujo Porikroma 2020
🎬 Watch Now: Feature Video
এবার সুবর্ণজয়ন্তী বর্ষে পা দিল আহিরীটোলা যুবকবৃন্দের পুজো । তাই এই বছর বেশ কিছু পরিকল্পনা ছিল এই পুজো কমিটির । কিন্তু কোরোনা মহামারীর কারণে এবারের পুজোর থিম পরিবর্তন করা হয়েছে । এবছরে আহিরীটোলা যুবকবৃন্দের থিম "ভক্তিতেই মুক্তি"। গোটা পুজোমণ্ডপ গামছা , পাখা ও মঙ্গল ঘট দিয়ে তৈরি করা হয়েছে । মায়ের মূর্তি সাবেকি । আহিরীটোলা যুবকবৃন্দের সম্পাদক ভোলানাথ গুপ্ত বলেন , "আহিরীটোলা যুবকবৃন্দ সবাইকে বার্তা দিতে চাইছে পুজোটাকে পুজোর মতো করেই করুন । পুজোর নামে আধুনিকতার চাকচিক্য না করে পুজোর মতো করে পুজো করুন । তাছাড়া , আমাদের পুজো মণ্ডপে বাইরে থেকেই দর্শনার্থীরা প্রদর্শন করতে পারবে । সমস্ত স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে । 10 হাজার মাস্ক বিলি করা হবে দর্শনার্থীদের ।"