দর্শনার্থীদের মুগ্ধ করেছে বরাহনগর নেতাজিনগর লোল্যান্ড পুজো - বরাহনগর নেতাজিনগর লোল্যান্ডের পুজো পরিক্রমা , দেখে নিন এক ঝলকে
🎬 Watch Now: Feature Video
মহানবমীর রাস্তায় ভিড় নেই । কোরোনা মহামারির প্রকোপ রুখতে সিংহভাগ মানুষই ঘরবন্দী থেকে অদৃশ্য যুদ্ধ জয়ের চেষ্টায় । বছরভর ভালো ঠাকুর দেখার আগ্রহ যেমন প্যান্ডেল হপারদের থাকে তেমনই আয়োজকদের মধ্যে থাকে আয়োজনে সবাইকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা । বরাহনগর নেতাজি কলোনি লোল্যান্ড সাম্প্রতিক কালের সেরা পুজোর অন্যতম ডেস্টিনেশন । মহামারি আবহে তারা তাদের ভাবনার বৈচিত্র্য ও প্রতিমার সাবেকিয়ানায় রাশ টানেনি । সময়ের একাল সেকালকে মণ্ডপবন্দী করার চেষ্টায় শিল্পসুষমা, সামাজিক বার্তা ও ইতিহাস রয়েছে । তাই ভগ্নপ্রায় রাজবাড়ির দুর্গাদালানে শিব মন্দির, রথ, তুলসী মঞ্চ - শারোদৎসবের সনাতনী রূপকে মেলে ধরে । বিধিনিষেধের লক্ষণরেখা দর্শনার্থীদের জন্য টেনে রাখা হয়েছে । তাসত্ত্বেও যাঁরা আসছেন তাঁরা মুগ্ধ হয়ে দৃষ্টি সুখের রেশ মেখেই ফিরছেন ।