Puja Parikrama : খেলাকে বাঁচিয়ে রাখতে পুজোয় থিম ধ্যানচাঁদ স্টেডিয়াম - পুজো পরিক্রমা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13332076-thumbnail-3x2-midnapur.jpg)
বর্তমান প্রজন্মকে খেলার গুরুত্ব বোঝাতে ও খেলাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে এবার পুজোয় আস্ত স্টেডিয়াম বানাল বাড়মানিকপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৷ তিন লাখ টাকার বাজেটে 87-তম বর্ষে তাদের এবারের থিম 'খেলাই হবে' ৷ এই থিমের মাধ্যমে তারা বার্তা দিতে চাইছে যে মোবাইল, টিভি বন্ধ করে শিশুরা খেলার শৈশবে ফিরে যাক ৷