বৈদ্যবাটিতে উঠল বিক্ষোভ, ট্রেন চালু না হলে ফের অবরোধের হুঁশিয়ারি - লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
অবশেষে সাড়ে 12 ঘণ্টা পর চলল ট্রেন । সকাল সাড়ে সাত নাগাদ ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ অবরোধ করে নিত্য যাত্রীরা । রেললাইনের উপর গাছের ডাল ফেলে বিক্ষোভ চলে । দফায় দফায় উত্তেজনা তৈরি হয় বৈদ্যবাটি স্টেশন ও জি টি রোড চত্বরে । এছাড়াও রিষড়া ও শেওড়াফুলিতেও অবরোধ হয় । পুলিশ প্রশাসন ও জন প্রতিনিধিরা বার বার বোঝানো সত্ত্বেও কোনও সমস্যার সমাধান হয়নি । বরং বিক্ষোভ আরও বেড়েছে । বিক্ষোভকারীদের প্রশ্ন, বাস-মেট্রো যদি চলে, তবে কেন চালু হবে না লোকাল ট্রেন পরিষেবা । এরপর রাত 8 নাগাদ অবরোধ তোলেন বিক্ষোভকারীরা । তবে তিনদিন পর ট্রেন চালু না হলে আবারও অবরোধ নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিক্ষোভকারীরা ।