Bangladesh Violence : বাংলাদেশে হিংসার প্রতিবাদে বালুরঘাটে মৌন মিছিল - Bangladesh
🎬 Watch Now: Feature Video
বাংলাদেশে হিংসার প্রতিবাদে শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মৌন মিছিল করল একাধিক সংগঠন ৷ এদিনের মৌন মিছিলে বালুরঘাটের ভারত সেবাশ্রম সংঘ, হিন্দু মিলন মন্দির, মতুয়া মহাসংঘ, গৌড়ীয় মঠ, সৎসঙ্গ বিহার, অঘোরী আশ্রম, রাধাগোবিন্দ আখড়া ও বিভিন্ন সনাতনপন্থী সংগঠনের সন্ন্যাসীরা অংশগ্রহণ করেন ৷ মৌন মিছিলটি বালুরঘাটের মঙ্গলপুর ভারত সেবাশ্রম সংঘের কাছ থেকে শুরু করে পুরো শহর পরিক্রমা করে । এরপর বালুরঘাট থানার সামনে এসে শহিদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে শান্তি কামনা করে । ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী বিশ্বরূপানন্দ বলেন, ‘‘বিশ্বশান্তি উপলক্ষে এই মৌন মিছিল । বাংলাদেশের দুর্গা মন্দির ভাঙা এবং সনাতন ধর্মের উপর আঘাত হানায় আমরা আতঙ্কিত । এই নিপীড়ন বন্ধের জন্য আমারা সকল সনাতনপন্থীরা আজ মৌন মিছিল করলাম । আশা করি সে দেশের প্রশাসন এর ব্যবস্থা নেবে ।’’