"বিজেপির দালাল মহুয়া মৈত্র", পোস্টার পড়ল তেহট্টে - মহুয়া মৈত্র বিজেপির দালাল
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10369535-thumbnail-3x2-nad.jpg)
"মহুয়া মৈত্র বিজেপির দালাল ৷ ও তৃণমূল কংগ্রেসের সর্বনাশ করছে ৷ বিজেপিরও সর্বনাশ করছে । দুই দলেরই উচিত ওকে বয়কট করা ৷" এরকমই একাধিক পোস্টার পড়ল নদিয়ার তেহট্টে ৷ আবার কয়েকটি পোস্টারে লেখা রয়েছে, "তৃণমূল জেলা সভাপতি বিজেপি করলে তবেই আমরা তৃণমূল কংগ্রেস করব ।"