করোনার দ্বিতীয় ঢেউ রুখতে পুলিশের অভিযান ধূপগুড়িতে - Dhupguri
🎬 Watch Now: Feature Video
আচমকা পুলিশের অভিযান শহরের রাস্তায় । লকডাউনে বাইরে না বেরোনোর অনুরোধ জানানোর পাশাপাশি কড়া হাতে অভিযান চালায় পুলিশ । রাস্তায় অযথা বেরোনোয় গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ শুধু তাই নয়, অবাধ চলাচল রুখতে খুলে দেওয়া হল টোটো, বাইক, গাড়ির চাকার হাওয়া । শহরজুড়ে গাড়ি নিয়ে নজরদারি চালানোর পাশাপাশি হেঁটেও পুলিশের অভিযান চলে সারা সকাল । সকাল ১০টার পর থেকেই পুলিশ কড়া হাতে অভিযান চালায় । এছাড়াও কিছু কিছু জায়গায় কার্যত লকডাউন অমান্য করে অযথা বাইরে বেরিয়ে ঘোরাফেরাকারীদের কান ধরে ওঠবসও করানোও হয় । করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এভাবেই ধূপগুড়িতে কড়া দাওয়াই দিল পুলিশ ।