মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে পুণ্যের ডুব তীর্থযাত্রীদের - National Disaster Response Team
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10224136-210-10224136-1610519186122.jpg)
কোরোনা ভাইরাসের কারণে পুণ্যার্থীর সংখ্যা কমেছে গঙ্গাসাগর মেলায়। খুব কম তীর্থযাত্রী ভিড় জমাচ্ছেন সাগর পুণ্যভূমিতে। বুধবার সকাল থেকেই শীত উপেক্ষা করে স্নানের ডুব দিতে দেখা গেল বেশ কিছু তীর্থযাত্রীকে। স্নানের সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে জলপথে তল্লাশি চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। তীর্থযাত্রী সংখ্যা কম থাকলেও নিরাপত্তায় কোনও খামতি রাখেনি জেলা প্রশাসন। অনেক পুণ্যার্থীই মাহেন্দ্রক্ষণের আগেই গঙ্গাসাগরে পুণ্যের ডুব দিচ্ছেন ৷